শহরের মনিহারের অদূরে নড়াইল বাস কাউন্টার এলাকায় লেবার সর্দারের আড়ালে চলছে মাদকের কারবার। সন্ধ্যার পর এখানে মাদক সেবনকারীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে বলে খবর পাওয়া গেছে। লেবার সর্দার বুচা গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। বুচা সিন্ডিকেটের মাধ্যমে সন্ধ্যার পর নড়াইল বাস কাউন্টার গোটা খুলনা বাসস্ট্যান্ড মাদক সেবনকারীদের হাতে জিম্মি হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান,যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা বুচা (৫৩) যশোর মণিহার এলাকার নড়াইল বাস স্ট্যান্ড এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। সন্ধ্যার পর সে নেশাগ্রস্থ অবস্থায় মাদক সেবনকারীদের সাথে লেনদেন করেন। ফেনসিডিল,ইয়াবা বেচাকেনা করে ওই এলাকা কলুষিত করছে। সূত্রগুলো বলেছে,বুচার ভাই এক সময়কার ফেনসিডিল স¤্রাট শহিদুল ইসলাম মণিহার গলির পশ্চিম পাশে এখন ইয়াবা বেচাকেনা করছে। শহিদুলের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ইতঃপূর্বে মাদক আইনে অধিক মামলা রয়েছে। ভাই শহিদুল ইসলাম মাদক কারবার করে রাতারাতি বড়লোক হওয়ায় বুচা একই লাইন ধরেছে। সে গোটা খুলনা বাসস্ট্যান্ড এলাকা ও তার আশপাশে ফেনসিডিল,ইয়াবা বেচাকেনা করে সয়লাভ করে চলেছে। মাদক সেবনকারীদের সাথে বুচার সু-সম্পর্ক থাকায় স্থানীয় ব্যবসায়ীরা ভয়ে কিছু বলতে পারেনা। তার কারণ বুচা মাদক ক্রেতাদের দিয়ে ওই ব্যবসায়ীকে শায়েস্তা করার হুমকী ধামকী দেয়। বুচার ক্রেতা যশোর শহরের বিভিন্ন এলাকার উঠতি বয়সের যুবক ও স্ট্যান্ড এলাকায় অপরাধীরা। সূত্রগুলো বলেছে,বুচা নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় লেবার সর্দাারের আড়ালে মাদকের কারবার চালানোর ফলে ওই এলাকায় সব সময় মাদক সেবনকারীদের আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পায়। প্রতিদিন মাদকদ্রব্য বিক্রি করে বুচা হাজার হাজার টাকা পকেটস্থ করে বাড়িতে ফিরছে। ভাই শহিদুল ইসলাম ফেনসিডিল স¤্রাট থেকে ইয়াবা বেচাকেনা করে পুলিশের পুলিশের কাছে থাকছে অধরা। তাই সে ভাই শহিদুলের পথ অবলম্বন করে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। নড়াইল বাসস্ট্যান্ড ও কাউন্টারে লেবার সর্দারের আড়ালে মাদকের কারবার চালানোর কারণে পুলিশের কাছে থেকে যাচ্ছে সব সময় ধরা ছোয়ার বাইরে। অবিলম্বে স্ট্যান্ড এলাকার শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ীরা বুছার মাদকের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে তাকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।