বগুড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে উঁচু ভবন থেকে পড়ে গিয়ে রাফিউল ইসলাম (২০)নামের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর এলাকায়।
নিহত রাফিউল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের ঠাকুরপাড়া (মল্লিকপাড়া)গ্রামের বাসিন্দা ও বগুড়ার রাব্বী টেইলার্স এর মাষ্টার রমজান আলীর ছেলে। নিহত রাব্বী ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাফিউল মোবাইলে কথা বলার সময় স্থানীয় কিচক বাজারের একটি উচ্চ ভবনে ওঠে। সেখানে একটি টানা বিদ্যুতের লাইনের তারে তার স্পর্শ লাগলে সে সিটকে গিয়ে ওই ভবন থেকে নিচে পড়ে যায়। এতে করে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।