২০১৮/১৯ মৌসুমটা ভয়ংকর কেটেছে রিয়াল মাদ্রিদের। শুধু শিরোপাহীন ছিল না তারা, ছন্নছাড়া খেলার দায়ে তিনবার কোচও পাল্টেছে। জিনেদিন জিদানের অধীনে নতুন মৌসুম শুরু করার অপেক্ষায় তারা। লা লিগা জিতলেও বার্সেলোনাও তাদের মৌসুম নিয়ে তৃপ্ত নয়। ২০১৯/২০ মৌসুমটা তাই দুই দলের জন্যই নতুন করে গুছিয়ে ওঠার।
আজ লা লিগা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে স্প্যানিশ লিগ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে ১৮ আগস্ট। সেদিনই এবারের লিগের প্রথম ম্যাচ খেলবে লা লিগার ২০ দল। সেল্টা ভিগোর মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। অ্যাথলেটিক বিলবাও ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে বার্সেলোনার।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো গতবারের মতো এবারও ন্যু ক্যাম্পে হবে। ২৭ অক্টোবর রিয়ালকে আতিথ্য দেবে বার্সেলোনা। আর এল ক্লাসিকোর রিয়াল মাদ্রিদ পর্বটি হবে ০১ মার্চ। মাদ্রিদ ডার্বিগুলো এল ক্লাসিকোর ঠিক এক মাস আগে হবে। ২৯ সেপ্টেম্বর অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে দুই মাদ্রিদ। ওদিক বার্নাব্যুতে জিদান ও সিমিওনের দল খেলবে ২ ফেব্রুয়ারি।
গত মৌসুমেও প্রথম এল ক্লাসিকো ন্যু ক্যাম্পে হয়েছিল। ২৮ অক্টোবরের সে ম্যাচে ৫-১ রিয়ালকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। পরের তিনটি এল ক্লাসিকোর একটি ড্র হয়েছে। অন্য দুটিতেও হেরেছিল রিয়াল। এ মৌসুমে তেমন কিছু হতে না দেওয়াটাই মূল লক্ষ্য হবে জিদানের।