দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক নীতি, নৈতিকতা, আদর্শ ও দেশ প্রেম একটি শিক্ষার্থীর জীবনের সফলতার মুল চাবিকাঠি উল্লেখ করে বলেছেন, মেধা, পরিশ্রম ও ধর্যের সাথে যে শিক্ষার্থী এই মুল বিষয়গুলি জাগ্রত করে তুলতে পারে সেই শিক্ষার্থী পিতা-মাতা পরিবার, দেশ ও জাতির জন্য সুখকর বার্তা বয়ে আনতে পারবে। এসএসসি পাশের পর এইচএসসি পড়াশোনার সময় একটি শিক্ষার্থীর জীবন খুবই জরুরী সময় অতিবাহিত করে। এই সময়টিকে গুরুত্ব দিয়ে নিজেকে মেধাবী, বুদ্ধিমান হিসেবে গড়ে তুলতে হবে। অর্জন করতে হবে মানসম্পন্ন শিক্ষা। তাহলেই একজন শিক্ষার্থী অনাশেই চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ রাষ্ট্রের যে কোন গুরুত্ব পুর্ন স্থানে নিজেবে প্রতিষ্ঠিত করতে পারবে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।
আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রেদওয়ানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হক হুদা, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলি, আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য শাহ ইয়াজদান মার্শাল, আদর্শ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক অমিত হাসান অমি প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।