শতশত বছর ধরে উদযাপিত হয়ে আসা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে রায়সাহেব দেবোত্তর এষ্টেট দিনাজপুরএর ”শ্রীশ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা” ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিন করে।
ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থ্পনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্রী রঞ্জিত কুমার সেন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট বাবু অমলেন্দু ভৌমিক।
রায়সাহেব দেবোত্তর এষ্টেট দিনাজপুর এর ”শ্রীশ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা”র উদ্বোধনকালে দৈনিক দেশবার্তার সম্পাদক চিত্তঘোষ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বৃহস্পতিবার কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দজিউ মন্দির (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এদিকে, বৃহস্পতিবার বিকালে ইসক্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, গুঞ্জাবাড়ী আয়োজিত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্বোধনকালে বক্তারা বলেন, বাংলাদেশ যে রাষ্ট্র গঠন হয়েছে এখানে সব ধর্মের মানুষের বসবাস রয়েছে। নিজ নিজ ধর্ম পালন করতে কোন বাধা নেই। তাই দিনাজপুরকে সম্প্রীতির জেলা বলা হয়। আসুন আমরা সবাই মিলে এদেশকে অসাম্প্রদায়ীক দেশ হিসেবে, শান্তির দেশ হিসেবে গড়ে তুলি।