ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় ৭ম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত যুবকের নাম কাজল মিয়া (২৩)। সে আকুয়া ওয়ারলেস গেইট এলাকার হানিফ মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকালে শহরের আকুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আকুয়া ওয়ারলেস গেইট এলাকায় বড় বোনের বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেনিতে পড়ালেখা করত এক শিক্ষার্থী। গত বুধবার বোন ও বোন জামাই বাসায় না থাকায় বৈদ্যুতিক কাজ করার কথা বলে কাজল ও কাউসার নামে দুই যুবক বাসায় প্রবেশ করে। হত্যার হুমকি দিয়ে দুই যুবক পালাক্রমে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে এই ধর্ষণের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে ৫লক্ষ টাকা দাবী করে। ধর্ষণের বিষয়টি এই শিক্ষার্থী র্যাব-১১ সদর দপ্তরে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে র্যাব ১১ সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার বিকালে শহরের আকুয়া এলাকায় অভিযান চালিয়ে কাজলকে আটক করে।
র্যাবের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটক কাজল ধর্ষণের কথা স্বীকার করেছে। জব্দকৃত মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্রও পাওয়া যায়। ধর্ষণের অপর সহযোগী কাউসার পলাতক রয়েছে। আটক কাজলসহ দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে।