বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্থানান্তরিত জনবলের চাকুরী পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতি প্রদানের দাবীতে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা এ দাবী জানান। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে উপজেলা সমন্বয়কারী প্রবীর সরকার, ফিল্ড সুপারভাইজার গোলাম রব্বানী, জাহানারা আক্তার, কম্পিউটার অপারেটর লুৎফুন নাহার, মাঠ সহকারী সনজিব চন্দ্র দাস, সোহাগ আলী, আনোয়ার হোসেন, এনামুল হাসান সোহাগ, দেলোয়ার হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
প্রকার উপায়ন্তরনা পেয়ে ৮ হাজার ৫শ জনবল তাদের অধিকার আদায়ের দাবীতে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্মারকলিপির মাধ্যমে।