বগুড়ার আদমদীঘি উপজেলার মঠপুকুরিয়া- বিহিগ্রাম রাস্তায় গত বুধবার রাতে রশির বেরিকেট দিয়ে মোটরসাইকেলের পথরোধ করে মারপিটে মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছে। ছিনতাইকারীরা হলেন, আদমদীঘি উপজেলার বিনসাড়া গ্রামের মমিনের ছেলে সুলতান মন্ডল (২১) ও আবদুস সালাম হোসেনের ছেলে সাবু সরদার (২০)।
জানা গেছে, আদমদীঘির বিহিগ্রামের তাইজুল ইসলামের ছেলে এমরান হোসেন, সবুজ ও খলিল গত বুধবার রাত সোয়া ১২ টার সময় শিববাটি মুক্তার হোসেনের বাড়ী হইতে বাজাজ সি টি ১০০ সিসি মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে মঠপুকুরিয়া ও বিহিগ্রাম রাস্তায় পৌঁছা মাত্র ৪/৫ জনের ছিনতাইকারী রশির বেরিকেট দিয়ে পথরোধ করে চাকুর ভয় দেখিয়ে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এমরানের চিৎকারে ভ্যান যাত্রীরা এগিয়ে আসে এবং ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দুই ছিনতাইকারী কে আটক করে। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দিলে ছিনতাইকৃত মোটরসাইকেল, ১টি ধারালো চাকু ও রশি উদ্ধার করে।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক এমরান হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে আদমদীঘি ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক জানায়, ছিনতাইকৃত মোটরসাইকেল, চাকু ও রশি উদ্ধার সহ দুই ছিনতাইকারী কে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।