সনাতন ধর্মের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), বেড়া এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সনাতন ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেড়া বনগ্রামের শ্রী শ্রী রাধাকৃষ্ণ নামহট্র মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নয়দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি হাতে নিয়েছে ইসকনের ভক্তবৃন্দ। আজ বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে বিকালে ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা শেষে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দ ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব,বলরাম ও সুভদ্রা বহনকারী সুসজ্জিত রথটি দড়ি দিয়ে টেনে বনগ্রাম থেকে শুরু হয়ে বেড়া হরিরবাড়ি কেন্দ্রীয় মন্দির পর্যন্ত গিয়ে আবার বনগ্রামে নামহট্র মন্দিরে এসে শেষ হয়। আগামি ১২ জুলাই, শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। মাঝের প্রতিদিনই থাকবে ধর্মীয় নানা কর্মসূচি।