কনষ্টেবল পদে পুলিশে চাকুরী দেবার নামে প্রতারনা করে অর্থআত্বসাৎ ঘটনায় পিঞ্জিরা আক্তার নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে তার এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।
আটক পিঞ্জিরা আক্তার শেরপুর উপজেলার বিরইল পূর্বপাড়া এলাকার মৃত পিয়ার উদ্দিনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ পুলিশের কনষ্টবল পদে লোক নিয়োগের বিষয়ে জানতে পেরে আলোচনার একপর্যায়ে পিঞ্জিরা আক্তার তার নিকট আত্বিয় টাংগাইল জেলার নাগরপুর ধুপুরিয়া গ্রামের আবদুর রহিম মাষ্টার এর পুত্র জাহিদুর রহমান ওরফে এর মারফত কনষ্টবল পদে চাকুরী পাইয়ে দেবার নামকরে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকার আবদুল খালেকের ছেলে রবিউল ইসলাম এর নিকট এর সাথে ১০লক্ষ টাকায় চুক্তি করে। প্রথমিক অবস্থায় তারা দ’ুজনা চাকুরী প্রত্যাশী রবিউলের নিকট থেকে ৫০হাজার টাকা গ্রহন করে। কিন্তু সম্্রপতি পুলিশে চাকুরীতে কোন প্রকাশ টাকা পয়সা লাগবেনা, বগুড়া জেলা পুলিশের জোরালো প্রচার প্রচারনা তারা জানতে পেরে তাদের দেয়া ৫০হাজার টাকা তাদের নিকট থেকে ফেরত চায়। এতে করে ওই প্রতারক চক্রটি টাকা না দিয়ে তালবাহানা শুরু করে।
পরে বিষয়টি বগুড়া পুলিশ সুপার মুহা আলী আশরাফ ভ’ঞাঁর অবগতি হলে তিনি এ বিষয়ে ডিবি পুলিশকে নিদের্শনা দেন। পরে ডিবি ইন্সপেক্টর আসলাম আলীর নের্তৃতে ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের সদস্যা পিঞ্জিরা আক্তারকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য ইতি পূর্বে পিঞ্জিরা আক্তার বিভিন্ন সময়ে পুলিশে চাকুরী দেবার নাম করে অর্থগ্রহন করে প্রতারনা করে।