কেশবপুর থানা পুলিশ বুধবার রাতে হত্যা মামলার আসামি আলা উদ্দিন গাজীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল উপজেলার কাশিমপুর গ্রামের আশরাফ গাজীর বাঁশ বাগানে অজ্ঞাত মহিলার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্টের জন্য যশোর মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার নম্বর ১৮/১৯। ২৩ এপ্রিল পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্বাস আলি খাঁ অজ্ঞাত ওই মহিলার লাশ তার মেয়ে রওশনারার (৩৬) বলে সনাক্ত করেন। ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রাপ্তির পর দেখা যায় যে, রওশনারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে রওশনারার বাবা আব্বাস আলি খাঁ বাদি হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর ১/৩/৭/১৯। মামলার পর পুলিশ হত্যাকান্ডের সন্দিগ্ধ আসামি কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের মনু গাজীর ছেলে আলা উদ্দিন গাজীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য উদঘাটিত হয়। পুলিশ আরও জানায়, নিহত রওশনারার সাথে আলা উদ্দিন গাজীর দীর্ঘদিনের পরোকীয়া সম্পর্ক ছিল। গত ২১ এপ্রিল পরকীয়ার সূত্র ধরে রওশনারা আলা উদ্দিন গাজীর বাড়িতে এসে উঠে। রাতের বেলায় কৌশলে রওশনারাকে বাড়ি থেকে এনে ওই বাঁশ বাগানে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ব্যাপারে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, হত্যা মামলার আসামি আলা উদ্দিন গাজীকে গ্রেফতার করে বৃহস্পতিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।