নিয়োগ সংক্রান্ত ঘটনায় কেন্দ্রীয় পুলিশের আড়িপাতা ফাঁদে ধরা পড়েছে বগুড়ায় কর্মরত পুলিশের দুই এএসআই। সদর দপ্তর পুলিশের ঝটিকা আদেশে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়। একই সাথে তাদের চট্রগ্রাম রেঞ্জ পুলিশে বদলীর আদেশ দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
ওই দুই পুলিশ কর্মকর্তারা হলেন, বগুড়া গোয়েন্দা ইউনিটের এএসআই শওকত আলম এবং বগুড়া রিজার্ভ পুলিশের এএসআই ফারুক হোসেন। তবে এদ্বক সংক্রান্ত বিষয়ে বগুড়া জেলা পুলিশের পক্ষে কোন সুনিদিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে, পুলিশ কনস্টেবল নিয়োগে স¦চ্ছতা ও সকল ধরনের বিতর্কের উর্দ্ধে থেকে এবারি প্রথমবারের মত ঘুষ লেনদেন ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যদের ব্যাক্তিগত মোবাইল ফোনে আড়ি পাতা ফাঁদ তৈরী করে কেন্দ্রীয় পুলিশ।
কেন্দ্রীয় পুলিশ সদরের সেই ফাঁদে ধরা পড়েছেন জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের এএসআই শওকত আলম এবং বগুড়া রিজার্ভ পুলিশের এএসআই ফারুক হোসেন অফিসের দুই এএসআই। জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলীর সাথে যোগাযোগ করে হলে তিনি এ বিষয়ে কোন তথ্য দিতে পারেননি।
পরে এ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার মুহাঃ আলী আশরাফ ভুঞাঁ বিপিএম(বার) এর সাথে যোগাযোগ করে হলে তিনি সাংবাদিকদের ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার পুলিশ সদর দপ্তর প্রেরিত এক বার্তা মারফত নিশ্চিত হবার পরই দুই এএসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ সদর দফতরের আদেশের কোন কারণ উল্লেখ না করেই তিনি বলেন ,সদর দপ্তরের আদেশ বলেই তাদের বগুড়া জেলা পুলিশের না দাবী পত্র সহ তাদের না থাকায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
অন্য দিকে জানা গেছে, বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বগুড়া থেকে চট্টগ্রাম রেঞ্জে স্ট্যান্ড রিলিজ করা হয়।
স্ট্যান্ড রিলিজ হওয়া দুই কর্মকর্তা হলেন বগুড়া ডিবি পুলিশের এএসআই শওকত আলম ও রিজার্ভ অফিসের এএসআই ফারুক হোসেন।
এদিকে পুলিশের একটি দায়িত্বশীল বলছে, নিয়োগ সংক্রান্ত ঘটনায় সকল ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দফতর বিভিন্ন স্থানে পুলিশ টেলিফোন ও ব্যাক্তিগত মোবাইল ট্রাকিং ব্যবস্থায় আড়ি পাতা যন্ত্রের প্রয়োগ করে। ওই আড়িপাতা যন্ত্রের মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ লেনদেনে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তি প্রমানে ওই দুই এএসআইকে অভিযুক্ত হবার পর পরই পুলিশ সদয় দপ্তরের এক নির্দেশে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এব্যপারে স্ট্যান্ড রিলিজ হওয়া ডিবি পুলিশের এএসআই শওকত আলম ও রিজার্ভ অফিসের এএসআই ফারুক হোসেন আত্বপক্ষ সমর্থন করে বলেন, তারা কনস্টেবল নিয়োগে অর্থ লেনদেনের ব্যাপারে কিছুই জানেন না। কোন অপরাধে তাদের চট্টগ্রাম রেঞ্জে বদলী আদেশ দিয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে সেটাও বুঝতে পারছেন না।
উল্লেখ্য ,পূর্ব ঘোষিত এক আদেশে পুলিশ কনেষ্টবল নিয়োগে প্রথমবারের মত সকল প্রকার বিতর্কের উর্দ্ধে থেকে স¦চ্ছতার ভিত্তিতে জেলা পুলিশে এ বছর সাধারণ কোটায় ৫৪ জন ও বিশেষ কোটায় ১৮৫ জন কনস্টেবল নিয়োগের ঘোষনা দেয়া হয়। ওই ঘোষনায় পুলিশ সদর দপ্তর কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়।ওই নির্দেশনা পূরাপুরি ভাবে কার্যকর করতে বগুড়া জেলা পুলিশ সর্বাত্বক ভাবে সতর্কতা জারী করে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে।
গত বুধবার থেকে কনস্টেবল নিয়োগে প্রাথমিক প্রার্থী বাছাই শুরু হয়েছে। এসংবাদ পর্যন্ত আগের দিনে বাছাইকৃতদের মধ্য বৃহস্পতিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।