যশোরের কেশবপুর উপজেলার বহুল আলোচিত মজিদপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদে উপ নির্বাচনকে ঘিরে গোটা উপজেলাবাসির অধীর আগ্রহ। কে হচ্ছেন এ ইউনিয়নের চেয়ারম্যান। চলছে চুলচেরা বিশেষণ। এ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবু হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাসের মাথায় আগামি ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ নির্বাচন। এবারের নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সরোয়ার, ব্যবসায়ী হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সুপার আবদুল হালিম।
এ ইউনিয়নটির জনপ্রিয় মুখ যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনতে গত ২০১৮ সালের ১২ নভেম্বর সোমবার সকালে হানিফ পরিবহনে কেশবপুর থেকে ঢাকায় যান। সেখানে পল্টন এলাকার মেটোষ্ট্রপলিটন (আবাসিক) হোটেলের ৪১৩ নম্বর কক্ষে অবস্থান করেছিলেন। তিনি বিএনপির দলীয় অফিস থেকে মনোনয়ন ফরম কিনে যথা সময়ে জমা দেন। মনোনয়ন বোর্ডের সাক্ষাতকারের তারিখ ছিলো ১৯ নভেম্বর দুপুর ২ টার পর। কিন্তু হঠাৎ করে গত ১৮ নভেম্বর রাত ৮ টার পর আবু বকর আবুকে কে বা কারা অপহরণ করে। ঘটনার ৫ দিন পর তার মরদেহ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়। এ ইউনিয়নে ক্ষমতাসীণ আওয়ামী লীগের রয়েছেন ৩ জন প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ জন। অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে হুমাউন কবীর পলাশ নির্বাচনে অংশ নিলেও ইউনিয়নবাসির কাছে নিহত চেয়ারম্যান আবু বকর আবুর একজন বিশ্বস্থ সহচর হিসেবে অনেকটাই পরিচিতি। অপরদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ গস্খহণকারি গোলাম সরোয়ার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠণিক কর্মকা- চালিয়ে আসছেন। তিনি বিগত নির্বাচনে আবু বকর আবুর কাছে পরাজিত হন। এ দলটির স্বতন্ত্র হিসেবে নির্বাচনে কোমর বেঁধেছেন সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সুপার আবদুল হালিম। একই দলে ৩ জন প্রার্থী থাকায় অবস্থা দৃষ্টে সুবিধাজনক অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থঅ হুমাউন কবীর পলাশ। এ ইউনিয়নের সাধারণ মানুষের মন্তব্য আগামি ৯ জুলাই প্রত্যাহারের দিন পার না হলে বলা কঠিণ কে হেবি ওয়েট নিয়ে আসবেন। সব মিলিয়ে কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মানুষের নজর কেড়ে নিয়েছে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন।