আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোরের কেশবপুর পৌর এলাকার মধ্যকুল গ্রামে ৪ অসহায় মহিলার জমি একটি প্রভাবশালীমহল জোরপূর্বক খুটি পুতে জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত ওই জমির প্রকৃত দখলকার বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে কেশবপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মৃত আবদুল করিম খানের ৪ মেয়ে ছালেহা খাতুন, মর্জিনা খাতুন, ফতেমা খাতুন ও ্আনোয়ারা খাতুন ৭৫ নং মধ্যকুল মৌজার হাল ৩৭৯৪ দাগের সাড়ে ৩ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখলে রেখেছেন। কিন্তু ছালেহা খাতুনগংদের বিয়ে হওয়ার কারণে তারা পিতার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। এ সুযোগে একই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এনামুল হক ওই জমি জবর দখলের হুমকি দিলে গত ২০ জুন আনোয়ারা খাতুন বাদি হয়ে যশোর বিজ্ঞ অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘটনাস্থলে গিয়ে ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এদিকে, গত ২৭ জুন আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে এনামুল হক তার ছেলে জিল্লুর রহমান, মিজানুর রহমান ওই বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে সিমেন্টের খুটি পুতে জমি জবর দখলে নেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাতকারণে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এনামুল হক বলেন, আমি তাদের ওয়ারেশ ৩ ভাইয়ের অংশ পাশ উল্লেখ করে কিনে ভোগ দখল করে আসছি। এখন তাদের বোনেরা ওই জমি অবৈধভাবে দাবি করছে। তাছাড়া তাদের জমি অন্য জায়গা থেকে বুঝে দেয়া হয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক ফজলে রাব্বি বলেন, উভয়পক্ষই ওই জমিতে ১৪৪ ধারায় মামলা করেছে। আদালতের নির্দেশে প্রকৃত দখলকার বিষয়ে অচিরেই প্রতিবেদন দাখিল করা হবে। আপাতত: উভয়পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা চলছে।