আজ দিনাজপুরের কাহারোলে বিকাল ৩ টায় শ্রী শ্রী রাধাগোবিন্দ জীউ মন্দির (ইসকন) এর আয়োজনে রথযাত্রা উপলক্ষ্যে এক আলোচনা সভা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানসিংহ কুমার মহান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ঈদয় রায়, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ ও কাহারোল থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আইয়ুব আলী প্রমুখ।