বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন সীমান্তে মাদক, নারী ও শিশু পাচাররোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সীমান্ত হত্যা বন্ধে গত বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তবাসীদের নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন কমলপুর দাইনুর গ্রামের কালাইদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের খানপুর বিওপি’র কোম্পানি কমান্ডার মো. সিরাজুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, মহিলা ইউপি সদস্য মোছা. হোসনে আরা, শিক্ষক মো. পিয়ার, বিজিবি’র নায়েক সুবেদার মো. নুরুল হুদা প্রমুখ। সভায় এলাকার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।