ময়মনসিংহের গফরগাঁওয়ে যশরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার সকালে কমিউনিটি পুলিশিং জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ের কুফল নিয়ে বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। সিআইএমএস কার্যক্রমকে আরো কার্যকর করতে কমিউনিটি পুলিশিং সভার মাধ্যমে তথ্য সংগ্রহে সকলকে অবহিত করে সহযোগিতা চাওয়া হয়। সভা শেষে যশরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি চারা গাছ রোপন করা হয়।