পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ,বাল্যবিয়ে প্রকিরোধ,নারীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইর ট্যাব বিতরণ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুলগ্রাম ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ। বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল ইসলাম,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার প্রমূখ।
পরে পাবনার নবাগত জেলা প্রশাসক চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। তিনি গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরল করেন। জেলা প্রশাসক চাটমোহর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।