পাবনার চাটমোহরে এনেস্থেসিয়া চিকিৎসক ও নার্স ছাড়াই রোগির অপারেশন করায় বুধবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকার ‘চাটমোহর ইসলামি হাসপাতাল’নামের একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন,ডাক্তার ও নার্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিক,কথিত সার্জন ও ওই ক্লিনিকের ডিএমএফ চিকিৎসককে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ রোডের নারিকেলপাড়া মহল্লাার ওই ক্লিনিকে এনস্থেসিয়া ডাক্তার ও নার্স ছাড়াই অপারেশন হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। আদালত অস্বাস্থ্যকর পরিবেশ,এনস্থেসিয়া ডাক্তার ও নার্স না থাকার সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালত ক্লিনিকের মালিক আমির হোসেন বাবলুকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদ- এবং ক্লিনিকটি সিলগালা করে দেন।
এছাড়া এনেস্থেসিয়া ডাক্তার না রেখে অপারেশন করা,সনদপত্র দেখাতে না পারায় কথিত সার্জন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার সাদ্দাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদ- এবং ক্লিনিকের ডিএমএফ চিকিৎসক আলহাজ উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. স ম বায়েজিদ উল ইসলাম ও থানার এসআই রবিউল করিম উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ চাটমোহরের ক্লিনিক ও ডায়াগনস্টিকস সেন্টারগুলোতে কোন ডাক্তার,নার্স ও টেশনিশিয়ান নেই। নেই কোন প্রকার ইসিজি এক্সপার্ট। দীর্ঘদিন ধরেই এসকল ব্লিনিক ও ডায়াগনস্টিকস মালিকরা মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।