নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে ভ্যানচালক মোসলেম উদ্দিন গাইনের (৬০) লাশ বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের। মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিন গাইনের পুত্র।
থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মঙ্গলবার বিকেলে মোসলেম বাড়ি থেকে বের হয়ে মোসলেম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বুধবার সন্ধ্যায় মোসলেমের ভাতিজি রিপা খানম বাড়ির পাশের একটি ভিটার ডোবায় মোসলেমের লাশ দেখে পুলিশকে খবর দেয়। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।