সুজানগরের দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ভাতিজা রিপন হোসেনের ছুরিকাঘাতে চাচা কালাম হোসেন নিহত হওয়ার পর এবার একই ঘটনায় আহত আরেক চাচা তালেব হোসেন (২৮) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুজানগর থানা পুলিশ জানায়, বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত ২৬জুন রাতে ওই গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে রিপন গং ও তার চাচা কালাম গং’র মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রিপনের ছুরিকাঘাতে তার চাচা কালাম হোসেন (৩৩), তালেব হোসেন (২৮) ও জামাল হোসেন (২৫) মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওই কালাম ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের দিন ওই তালেব ও জামালকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। ওই তালেবের পারিবারিক সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত শেষে ওইদিনই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতঃপূর্বে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি রিপনসহ অন্যান্যের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তবে আসামিরা গা-ঢাকা দেওয়ায় ধরা সম্ভব হচ্ছেনা।