বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত ৪ জুলাই পানি উন্নয়ন বোর্ডের ভিআইপি কক্ষে ওই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কমিশনের সৈয়দপুর উপজেলা সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন কমিশনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। এছাড়াও বক্তব্য বলেন, মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী, সহ-সভাপতি মানিক উদ্দিন, অধ্যক্ষ আসাদুজ্জামান, মো. ইদ্রিস আলী, মইনুল ইসলাম, মাহবুবার রহমান দুলু, মাহফুজার রহমান দুলু, পৌর শাখার সেক্রেটারী মনোয়ার সরকার মনা, মানবাধিকার কর্মী কাজী গোলাম আবদুল কাদের, ডা. জাবেদ ইকবাল, রাশেদ-উন-নবী, আলাউদ্দিন, দিলবর হোসেন মন্ডল, তরুলতা রায়, শাহিবুল ইসলাম লেবু, নুরুল আলম, মেহেরুন্নিছাসহ অনেকে। সভায় প্রধান অতিথি বলেন, আমরা সারাবিশ্বে নির্যাতিত নিপিড়িত মানুষের পক্ষে কাজ করে আসছি। বর্হিবিশ্বে আমাদের ২ হাজার শাখা রয়েছে। ওই শাখাগুলোতে প্রায় আড়াই লাখ সদস্য সারাবিশ্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকল মানবাধিকার কর্মীদের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য সেক্রেটারি জেনারেল বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌছলে সেখানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।