আগামী ঈদুল আজহার আগেই বেনাপোল থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারিখ পরিবর্তন না করলে আগামী ২৫ জুলাই এ ট্রেন সার্ভিস উদ্বোধনের সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে। বুধবার বিকেলে বেনাপোল রেলস্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
দেশের অন্যতম বেনাপোল স্থলবন্দর দিয়ে সিংহভাগ আমদানি-রফতানি বাণিজ্য সম্পন্ন হয়। সেই সাথে এ বন্দর দিয়ে ভারতে দিনে প্রায় ৫ হাজার যাত্রী যাওয়া আসা করে। এ কারণে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিসের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতে সরকার বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বুধবার বেনাপোল রেলস্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি এদিন বিকেল ৪টার দিকে বেনাপোল বন্দরে এসে পৌঁছান। এরপর রেলের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে স্টেশন এলাকা ঘুরে দেখেন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, পদ্মাসেতু চালু হলে এ ট্রেন সার্ভিস ব্যবহার করে মাত্র আড়াই ঘন্টায় ঢাকায় যাওয়া যাবে। একইসাথে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রেলকে অবজ্ঞা করা হয়েছে। বর্তমান সরকার রেলপথকে সংস্কারের উদ্যোগ নিয়েছে। যে সব সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে।