যশোর আদালতের বিচারক সংকটের সমাধান ও বরগুনার রিফাত হত্যা এবং কেশবপুরের কিশোর ভ্যানচালক শাহিন হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন যশোরের আইনজীবীরা। বুধবার সকালে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর জেলা শাখার আয়োজিত এক মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে আইনজীবী নেতারা বলেন, দেশে ক্রমাগতভাবে খুন, ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। বরগুনায় প্রকাশ্যে রিফাতকে হত্যা, আর সাতক্ষীরার পাটকেলঘাটায় কিশোর ভ্যানচালক শাহিনকে হত্যা প্রচেষ্টা তার বড় প্রমাণ। এ ধরণের ঘটনা ঘটলেও আদালতে বিচারক সঙ্কটের কারণে বিচার কার্যক্রম বছরের পর বছর ঝুলে থাকছে। যশোর আদালতে বিচারক সঙ্কটের কারণে হাজার হাজার মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে। অবিলম্বে যশোর আদালতের এই বিচারক সঙ্কটের সমাধানের মাধ্যমে দেশে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান আইনজীবীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু প্রমুখ।