বগুড়ার বহুল আলোচিত কুখ্যাত ষ্ঠ্যাম্প জালিয়াতির হোতা রনি আবারো পুলিশের জালে ধরা পরেছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরকারী বোর্ডের বই নকল করে ছাপানোর সময় বগুড়া গোয়েন্দা পুলিশের হাতে পাকড়াও হয়েছে রনি ও তার অপর দোসর।
জানা গেছে, বগুড়া জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক এর ব্যনারে আতিকুর রহমান ওরফে (৪৫)দীর্ঘদিন যাবত শহরের বাদুড়তলা এলাকার সিএমওয়াই কে নামের তার নিজস্ব প্রেসে বিভিন্ন পাঠ্য পুস্তক ও বিভিন্ন নামী দামী কোম্পানীর জিনিষ পত্রের মোড়ক প্যাকেট নকল করে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। মঙ্গলবার গভীর রাতে গোপন এক সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই প্রেসে অভিযান চালিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরকারী বোর্ডের বই নকল করে ছাপানোর সময় আতিকুর রহমান ওরফে রনি এবং তাকে সহযোগিতা করার জন্য জয়ন্ত কুমার (৫৫)নামের অপর এক জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান কালে ডিবি পুলিশ বিপুল ওই প্রেস থেকে বিপুল পরিমান একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরকারী বোর্ডের বই ছাপানোর আটক করে এবং জব্দ করে।
অভিযোগ .বগুড়া শহরের নূরানী মোড় ,বাদুড়তলা চকসুত্রপুর ও শহরের দক্ষিন কাটনারপাড়া এলাকার প্রেসপট্রি এলাকার বিভিন্ন প্রেসে নিয়মিত ভাবে নকল জিনিষ পত্রের মোড়ক কভার প্যাকেট সহ যাবতীয় নামীদামী প্রতিষ্ঠানের জিনিষ পত্রের যাবতিয় নকল জিনিষ পত্র ছাপা হয়ে থাকে। অভিযোগ রয়েছে একাধিক প্রভাবশালী মহলের ছত্র ছত্রছায়ায় হরহামেমাই এসব প্রেসে নকল জিনিষ পত্রের ছাগা কাজ হয়ে থাকে। রাতে গভীর থেকে অতিগোপনে এসব নাম সর্বস্ব প্রেসে নকল জিনিষ পত্রের যাবতীয় ছাপিয়ে ওই মালিকরা আঙ্গল ফুলে কলা গাছ হয়ে গেছে।
উল্লেখ্য, বগুড়া জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক এর ব্যনারে আতিকুর রহমান ওরফে ইতি পূর্বে দেশের স্বরকালের ষ্ট্যাম্প সহ সরকারী বিভিন্ন মূল্যবান রাজস্ব সংশ্লিষ্ট জিনিষ পত্র নকলের দায়ে ইত্বপূর্বে গ্রেপ্তার হওয়া সহ বিভিন্ন নকল ছাপা সংক্রান্ত ঘটনায় একাধিকবার গ্রেপ্তার হয়। এ সময় তার হেফাজত থেকে প্রায় কোটি টাকার জাল ষ্ঠ্যাম্প সহ দলিল দস্তাবেজ জব্দ করা হয়। এরপর আইনের ফা৭ক ফোকর গলিয়ে সে আবারো ওই পেশায় জরিত হয়।