বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন বলেছেন, আজকের শিশুরাই আগামীদিনের দেশের কর্ণধার। তাদের হাত ধরেই আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের মেধা বিকাশে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিক পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা মেধার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা যেন ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যায়, ইউনিক পাবলিক স্কুল যেন শিক্ষার্থীদের মেধাবী করে দেশের সকল কাজে লাগাতে পারে এই আশা করছি।
তিনি গতকাল বুধবার বিকাল ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে কিন্ডার গার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশন ও ইউনিক সাংস্কৃতিক সংঘের আয়োজনে ইউনিক পাবলিক স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেধা স্বীকৃতি স্মারক, বৃত্তি প্রদান ও সাস্কৃতিক অনুষ্ঠান “নব আনন্দে জাগো” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান তনছের আলী প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসাহাক আলী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল জোব্বার, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাফরুহা জোয়ায়রা, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, জলেশ্বীতলা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, কিন্ডার গার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি মোঃ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক বারী প্রধান, পারভীন বিথী রায়, মুক্তি প্রমূখ। ওই অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাঈদ যুবায়ের পিনু ও ইছরাত জাহান তালুকদার। ইউনিক পাবলিক স্কুলে এবারে ট্যালন্টপুলে ৭৩ জন শিক্ষার্থী ও প্রথম গ্রেডে ১৯৬ জন শিক্ষার্থীর মাঝে মেধা স্বীকৃতি স্মারক বৃত্তি প্রদান করা হয় এবং ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।