শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং গত এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন । তারপর জমিয়ে সংসার করছেন দুজনে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে। তারা যে একে অপরের প্রেমে আপাতত মজে রয়েছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়ির পূজার একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং। যেখানে পূজার মাঝেই মোহিত হয়ে রোশনের দিকে তাকিয়ে রয়েছেন শ্রাবন্তী। এই ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো, এবিষয়টিই আমার বেশ ভালো লাগে।’তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় রোশন সিংকে।
প্রসঙ্গত, গত এপ্রিলে রোশনের দেশের বাড়ি চ-ীগড়ে বসেছিল শ্রাবন্তী-রোশনের বিয়ের আসর। তাদের সই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। শিখ রীতিতে চ-ীগড়ের এক গুরুদ্বারে হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরে কলকাতায় ফিরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে মধুচন্দ্রিমাও কাটিয়ে এসেছেন শ্রাবন্তী ও রোশন। আপাতত তারা থাকছেন তাদের নতুন কেনা আরবানার ফ্ল্যাটে।