ফের সিনেমা নির্মাণে ব্যস্ত সময় পাড় করছেন নির্মাতা অমিতাভ রেজা। গাজীপুরে চলছে নিজের দ্বিতীয় ছবির শুটিং। কিন্তু এরমধ্যেই চলচ্চিত্রের এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এই নির্মাতার সাথে একটি ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়াতে।
এমন ছবি প্রকাশ্য হওয়ার পর থেকেই কানাঘুষা, তবে কি অমিতাভ তার দ্বিতীয় ছবিতে সিয়ামকে কাস্ট করলেন? তা না হলে ছবির শুটিং চলাকালীন সময়ে এমন ছবি কেন? এর রহস্য উন্মোচন করলেন অমিতাভ রেজা নিজেই।
অনলাইনের সাথে আলাপকালে অমিতাভ জানান, হ্যাঁ, আমার দ্বিতীয় ছবি ‘রিক্সা গার্ল’-এর শুটিং চলছে। আরো অন্তত তিন দিন চলবে। টানা শুটিং করেই আপাতত শেষ করছি এই পর্যায়ের কাজ।
সিয়ামের সাথে ছবিটি নিয়ে নির্মাতার ভাষ্য, ‘রিক্সা গার্ল’-এর শুটিং আজকে বন্ধ রাখা হয়েছে। সিয়ামকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরী করছি। যার শুটিং বুধ ও বৃহস্পতিবার। শুটিং সেট থেকেই সিয়াম ছবিটি হয়তো সোশাল মিডিয়াতে শেয়ার করেছে।
বিজ্ঞাপন নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, এটি একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন। এতে সিয়াম ছাড়াও দেখা যাবে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শিগগির দর্শকরা এটি দেখতে পারবেন।
অমিতাভ জানান, দুদিন বিজ্ঞাপনের শুটিংয়ের পর আবার ‘রিক্সা গার্ল’-এর সেটে ফিরে যাবেন এবং শুটিং শেষ করবেন।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নিজের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন অমিতাভ রেজা। ছবির একটি অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে ঢালিউড তারকা শাকিব খানের। তবে তার শিডিউল এখনও চূড়ান্ত হয়নি বলে জানান অমিতাভ।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চম্পা। এ ছাড়া আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।