নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে, আগামি ১৫ মাসের মধ্যে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদসহ ২১ শহরে পানির অভাব দেখা দিতে চলেছে। ২০৩০ সালের মধ্যে ভারতে ৪০ শতাংশ মানুষের কাছে থাকবে না খাওয়ার মতো পানি। দেশ জুড়েই পানি সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
তামিলনাড়ুতে এখনই পানির হাহাকার শুরু হয়ে গেছে। এই পানির হাহাকার ঠেকানোর জন্য বৃষ্টির দৃশ্য একেবারেই না রাখার কথা ভাবলেন পরিচালকরা। তামিলনাড়ুর পরিচালকরা তাদের ছবিতে কোনও বৃষ্টির দৃশ্য রাখবেন না।
তামিল পরিচালক জি ধনঞ্জয়ন জানান, ‘বৃষ্টির দৃশ্য আপাতত বন্ধ রাখা হচ্ছে। বেশি পরিমাণে পানি অপচয় আটকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ব্লু ওশন ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমির পরিচালক এই সিদ্ধান্তের সঙ্গে একমত। যদি খুব প্রয়োজন হয় তা হলে একটা জানালার সামনে বৃষ্টির দৃশ্য তৈরি করা হবে। একটা জানালার সামনে বৃষ্টির দৃশ্য করতে গেলে দু বালতি পানিই হয়ে যায়। সেখানে যদি গোটা একটা মাঠ বা বাড়িকে কেন্দ্র করে বৃষ্টির দৃশ্য করা হয় তাহলে পানি অপচয় অনেক বেশি হয়।
জলসংকটের অনেক আগে থেকেই বৃষ্টির দৃশ্যের জন্য পর্যাপ্ত পানির ঘাটতি হয়েছে। পানির ট্যাঙ্কারগুলো যথেষ্ট পানির যোগান দিতে পারে না। সে কারণে অনেক প্রযোজকরাই হায়দরাবাদের মতো শহরে ছবির শুটিং করেন। অজিত অভিনীত ‘বিশ্বসম’ এবং রজনীকান্তের ‘কালা’ ছবির বৃষ্টির দৃশ্য শুট হয়েছিল হায়দরাবাদ ও মুম্বাইয়ে। বৃষ্টিতে নায়িকার রোমান্টিক নাচ আপাতত বন্ধ তামিল ছবিতে।