জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সেই রকম বাকিখোর । তার বাকি করা নিয়ে সবাই অতিষ্ঠ। আসছে ঈদের জন্য নির্মাণ হলো নাটক ‘সেই রকম বাকিখোর’। তবুও তাকে বাকি করতেই হবে। এতে প্রধান চরিত্রে এভাবেই অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। বাংলাভিশনে নাটকটি প্রচার হবে। এটি নির্মাণ করেছেন মারুফ মিঠু।
গেল ঈদে তিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেন ‘সেই রকম কাচ্চিখোর’। এরইমধ্যে ‘সেই রকম বাকিখোর’ নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। এবারের নাটকটি নিয়েও তিনি বেশ আশাবাদী। মোশাররফ করিম বলেন, দর্শক ঈদে বিনোদন চায়। তাদের সেই বিনোদনের কথা ভেবেই এই নাটকের গল্প।