কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর বাজারে গতকাল বিকালে গরুর হাটে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের গরু উঠলেও বিক্রেতা একেবারে কম। এ হাটের পাইকার ও এলাকাবাসীরা জানান, এ বছর কৃষক ধানের মূল্য সঠিকভাবে পাইনি। এসব কারণে বাজারের মধ্যে কৃষকরা একেবারেই উপস্থিতি কম হওয়ার কারণে বাজারে প্রচুর পরিমাণ গরু উঠলেও ক্রেতা একেবারেই কম। এ কারণে এ বছর বাজার ইজারা উচ্চহারে সরকার বাহাদুরের নিকট থেকে ইজারা এনে তারা এখন বেকায়দায় পড়েছেন। সাজনপুর বাজারে ইজারাদারদের সভাপতি মরছব আলী মেম্বার, পরিচালনা কমিটি সদস্য আলম মিয়া ও শাহিন মিয়া জানান, প্রতিহাটে পাহারাদার, গরুর ক্যাশ কালেকশনরত প্রায় ৩০ জন লোককে বেতন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারা আরও জানান, তিন মাস চলে গেলেও ৯ মাসে দেখা যায় ইজারার টাকা উঠানো যায় কিনা।