জমি নিয়ে বিরোধে দিনাজপুরের পার্বতীপুরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া উজয় ডাঙ্গায় ঘটনাটি ঘটেছে।
নিহত হাসান আলী (৪০) পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া উজয় ডাঙ্গা এলাকার মো. জামাল হোসেনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক জমি দীর্ঘদিন যাবৎ বন্ধক রাখা ছিল। মঙ্গলবার টাকা পরিশোধ করে জমিটি উদ্ধার করার কথা। কিন্তু দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের অংশের টাকা দিতে না পারায়, দুই ভাই একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে ছোট ভাই হোসেনের লাঠির আঘাতে বড় ভাই হাসান আলী গুরুতর আহত হয়। গুরুতর আহত হাসান আলীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মন্মথপুর ইউপি চেয়ারম্যান আজগার আলী ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পার্বিতীপুর থানার ওসি মোখলেছুর রহমান নিশ্চিত করেনে।