বরিশালে আগৈলঝাড়া উপজেলায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প ও সরকারি প্রথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম এবং উপজেলার কোদালধোয়া বাজারে অগ্নিকা-ে দোকান পুরেযাওয়া খতিগ্রস্থ পরিবারে মাঝে চেক বিতরন অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার আগৈলঝাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে গো খাদ্যের চেক ও অগ্নিকা-ে খতিগ্রস্থ দের মাঝে চেক বিতরন এবং প্রথমিক শিক্ষ প্রতিষ্ঠানের মাঝে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম বিতরন কনের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ- এমপি।
এসময় উপজেলার বাকাল ইউনিয়ন ও রাজিহার ইউনিয়নের নারী উন্নয় সমবায় সমিতি লি: সুবিধাভোগী দুই ইউনিয়নের ৫০ সদস্যদের মাঝে গো খাদ্যে জন্য ২০ হাজার টাকা করে চেক বিতরন। সরকারি প্রথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি উপজেলার ৭০টি বিদ্যালয়ে ৭৪ টি মাল্টিমিডিয়া ও ৮৪ টি বিদ্যালয়ে ১২২টি সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।এছাড়াও উপজেলার কোদালধোয়া বাজারে অগ্নিকা-ে দোকান পুরেযাওয়া খতিগ্রস্থ পরিবারে মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, বাকেব উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিবাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুর হক তালুকদার সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।