নীলফামারীর ডিমলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিতিচি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম,ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল লতিফ খান, ডিমলা পেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।