বুধবার সকাল ৯টার দিকে কালীগজ্ঞ চুয়াডাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫জন যাত্রী আহত হয়েছেন। মারাত্মক এ দূর্ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে। গুরুতর আহতদেরকে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শিরা জানান, সকালে কালিগজ্ঞ থেকে ছেড়ে আসা গাজী মান্নন ডিলাক্স নামের শাপলা পরিবহন এবং অপর দিক দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন একে অপরের সাইড দিতে যেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাপল পরিবহন ছিটকে পার্শ্ববর্তী গাছে যেয়ে ধাক্কা লাগে। ফলে এ গাড়ী থেকেই যাত্রীরা আহত হয়। ঢাকাগামী রয়েল পরিবহনের সামনের ডান সাইডে সামান্য ক্ষতিগ্রস্থ হয় এবং সামনের গ্লাচ চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এ অবস্থায় রয়েল পরিবহন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক এফএনএস কে জানান সকাল ৮টা ৫০ মিনিটের সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ২২জন যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ী করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসেন। বাকীরা বিভিন্ন মাধ্যমে চলে যেয়ে তাদের সুবিধা মত চিকিৎসা নিয়েছেন।
কোটচাঁদপুর উপজেলা হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ৫জন যাত্রীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বাকীরা প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি যাত্রীরা হচ্ছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের খোরশেদ আলম, একই উপজেলার গোয়ালহুদা গ্রামের বখতার আলীর স্ত্রী শরিফা বেগম কালিগজ্ঞ উপজেলার ওলিয়ার রহমান, ঝিনাইদহ সদর উপজেলা বিষয় খালী গ্রামের রমজান আলী ও যশোহর নাভারণের শরিফুল ইসলাম। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার অমিত কুমার নাথ এফএনএস কে বলেন প্রতিটা রোগীই এখন শঙ্কা মুক্ত তবে এ সকল রোগীদের সম্পূর্ণ সুস্থ্য হতে একটু সময় লাগবে।