নিখোঁজের ৩৫দিন পরও মানসিক রোগী আবদুল মান্নানের (৪৫) সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবারের মাঝে হতাশা দেখা দিয়েছে। নিখোঁজ আবদুল মান্নান সুজানগরের সীমান্তবর্তী কোলচরী গ্রামের মৃত- হাবিবর রহমানের ছেলে।
জানা যায়, গত ২৯ মে সকালে ওই মান্নান বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন বাড়িসহ আশপাশের বিভিন্ন গ্রামে তার সন্ধান করে যাচ্ছেন। কিন্তু গত ৩৬দিন অতিবাহিত হতে চললেও অদ্যাবধি নিখোঁজ মান্নানের সন্ধান পাওয়া যায়নি। ফলে তার পরিবারের সদস্যরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। নিখোঁজ মান্নানের পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে সমাজের সর্বস্তরের মানুষের সহানুভূতি কামনা করছেন। সেই সঙ্গে কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭২১-৭২৯২৪২ নাম্বারের এই মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।