
ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ম বারের মতো সাক্ষ্যগ্রহন ও জেরা চলছে।
আজ অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত সহকারী নুরুল আমিন আদালতে সাক্ষ্যদান করবেন।পরে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।গতকাল আদালতে নুরুল আমিন প্রথম দফা সাক্ষ্য দেন।কিন্তু আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় আজ পুনরায় সাক্ষ্যগ্রহন ও জেরার দিন ধার্য করেন আদালত।
এর আগে সকাল সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি সিরাজ উদদৌলা, আওয়ামী লীগ নেতা রহুল আমিন ও কমিশনার মাকসুদ সহ ১৬ আসামীকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর আদালতে হাজির করা হয়।
গত ২৭ জুন মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহন শুরু হয়।৩০ জুন আসামি পক্ষের ১৬ আইনজীবী তার জেরা শেষ করেন। ১ জুলাই নুসরাতের বান্ধবী সুলতানা নিশাত ও ফুর্তির সাক্ষ্যগ্রহন ও জেরা হয়।কিন্তু ফুর্তির সাক্ষ্যগ্রহন শেষে আসামি পক্ষের ১৬ আইনজীবীর মধ্যে ৪ আইনজীবী জেরা করেন।পরে ২ জুলাই আরো ১২ আইনজীবী তাকে জেরা করেন।ফুর্তির জেরা শেষে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত সহকারী নুরুল আমিন আদালতে সাক্ষ্যদান করেন।একপর্যায় আদালত সময় না থাকায় ৩ জুলাই পুনরায় দিন ধার্য করা হয় সাক্ষ্যগ্রহনের জন্য।