দ্রুতগতির স্প্রীট বোর্ডযোগে নৌ-যানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে কাজীরহাট থানা পুলিশ। আটককৃতরা হলো মেহেন্দিগঞ্জের বামনেরচর এলাকার রুবেল (২৫) ও আবদুল করিম (২৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তারা দীর্ঘদিন থেকে স্প্রীট বোর্ড ভাড়া করে বিভিন্ন নদীতে মালবাহি নৌযানে ডাকাতি করতো। বিষয়টি নিশ্চিত করে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজীরহাট থানার ওসি মোঃ আনিসুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ, হিজলা ও চাঁদপুরের নদী এলাকায় একদল ডাকাত বেশ কয়েকদিন ধরে তাদের কর্মকা- পরিচালনা করে আসছিলো। মূলত তার বরিশালের বিভিন্নস্থান থেকে স্প্রীটবোর্ড ভাড়া করে নদীপথে চলাচলরত বাল্কহেড, কার্গোসহ মালবাহি নৌযানে ডাকাতি করতো। যে কাজে তারা মুখোশ, রং এবং দেশীয় অস্ত্র ব্যবহার করতো।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কাজীরহাট থানার জয়নগর ও লতা ইউনিয়ন সংলগ্ন আন্ধারমানিক নদীতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদলের ছয়সদস্য একটি নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কালো কাপর, রং, দুটি রামদা ও একটি ছোঁড়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।