তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজাতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। বরিশাল ক্লাবে বেলা এগারোটায় আয়োজিত বিভাগীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জানান, ইতোমধ্যে কয়েকদফায় সম্মেলনস্থল পরিদর্শন ও প্রস্তুতির তদারকি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আফম বাহউদ্দিন নাছিমের সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মেজর (অবঃ) হাফিজ মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, তথ্য প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বানী চিনু।