মুলাদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মুলাদী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফ খানের পরিচালনায় খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল হক, নূরুন্নাহার, নিজাম উদ্দীন খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্যাদা, শিক্ষক নেতা এস.এম কামাল পাশা, মোঃ সাইফুল ইসলাম মাসুম, আমেনা খানম মুনমুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ। গত ২২জুন থেকে শুরু হওয়া টুর্ণামেন্টে উপজেলার ১৩৭টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। গতকাল ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে দক্ষিণ পূর্ব চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।