আইকন খেলোয়াড় হিসেবে ইউরো টি-টোয়েন্টিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তার গতি দিয়ে টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট মাতাবেন। ইনজুরির কারণে বিশ্বকাপ দলে যায়গা না পাওয়া দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় তিনি। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। তবে যতদিন সম্ভব টেস্ট খেলা চালিয়ে যাবেন এই বোলার। তার বিশ্বাস ছিল পারফরমেন্স আর অভিজ্ঞতাই তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দেবে। কিন্তু মাঝখানে বাধা হয়ে এল ইনজুরি।
এবার তাকে দেখা যাবে ইউরো টি-টোয়েন্টিতে। এটি মূলত নতুন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটির প্রথম আসর শুরু হবে চলতি বছরের ৩০ আগস্ট। চলবে ২২ সেপ্টেম্বর পযর্ন্ত।
ইউরোপের ক্রিকেট খেলুড়ে তিন দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস মিলে সাবেক এবং বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে এই ইউরো টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে তিন দেশের দুটি করে দল থাকবে ছয়টি।
প্রতিযোগিতায় আইকন খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় ৬ জন ক্রিকেটারের। সেই তালিকায় আছে শহিদ আফ্রিদি, ক্রিস লিন, শেন ওয়াটসন, বাবর আজম, ব্রেন্ডন ম্যাককালাম এবং লুকি রনচির মতো নাম।
টুর্নামেন্টটিতে আরো বড় তারকাদের দেখা মিলতে পারে। সেই তালিকায় আছেন ইয়ন মরগান, জেপি ডুমিনি, ইমরান তাহির ও রশিদ খানরাও। তাহির-ডুমিনিরা খেলবেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে। কারণ এই দুই দক্ষিণ আফ্রিকান ২০১৯ বিশ্বকাপের পরপরই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা জানিয়ে দিয়েছেন আগেই।