পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ বেড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার (০২ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য তিনি মনোযোগ সহকারে শোনেন।
এসময় বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন আঃ বাতেন মেয়র বেড়া পেীরসভা, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া, সার্কেল, বেড়া থানা (ওসি) মোঃ শাহিদ মাহমুদ খাঁন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মিলন মাহমুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষক, বিভিন্ন ইলেক্টটিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় শেষে উপজেলা চত্বরে অফিসার্স ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক উপজেলা চত্বরে আগমণ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।