রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতনভাতাসহ পেনশন প্রথা এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে দিনাজপুরের ৯ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে বিক্ষোভ মিছিল করেন তারা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবানে ও দিনাজপুর পৌরসভা শাখার আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। এরপরে সাড়ে ১১টায় একইস্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপরে দুপুর ১টায় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে দিনাজপুর পৌরসভায় গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ফলে জেলার ৯ পৌরসভায় সকল নাগরিক সেবা বন্ধ থাকে। এতে নাগরিক সেবা না পেয়ে পৌরবাসি দূর্ভোগে পড়েন।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস) রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা কমিটির সাভাপতি রইচ উদ্দীন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লাইছুর রহমান চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি রইচ উদ্দীন মিয়া, ফুলবাড়ী পৌরসভার সভাপতি শহিদুল ইসলাম, বিরামপুর পৌরসভার সভাপতি মনিরুজ্জামান, হাকিমপুর পৌরসভারপুর সভাপতি সাইফুল আলম, ঘোড়াঘাট পৌরসভার সভাপতি শাহাদাৎ হোসেন, পার্বতীপুর পৌরসভার সভাপতি মিনারুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার সভাপতি রুস্তম আলী, বিরল পৌরসভার সভাপতি তাসরিফুল, সদর দিনাজপুর কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সেক্রেটারী মোঃ লাইসুর রহমান চৌধুরী প্রমুখ।
অবস্থান কর্মসূচি থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীগনের ২ মাস হতে ৫৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন চাকুরী শেষে অবসরে গেলে অবসরকালীন ভাতা না পেয়ে অসহায় হয়ে পড়েন। পৌরসভার আর্থিক অস্বচ্ছলতার কারণে পৌরসভার পক্ষ থেকে তাদের বেতন-ভাতা ও অবসরকালীন ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
সারাদেশে ৩৫ হাজার পৌর কর্মকর্মা কর্মচারী মানবেতর জীবন যাপন করে আসছে।