দিনাজপুর ঢাকা মাসড়কের পাশ থেকে বিরামপুরে অজ্ঞাত এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশের ধারণা ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটরযানের সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়।
পরে ওই লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে দিনাজপুর-ঢাকা মাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বটতলী নামক স্থান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক মজিদুল ইসলাম জানান, মহাসড়কে রাতে টহল দেওয়ার সময় মঙ্গলবার ভোরে বিজুল বটতলী এলাকায় রাস্তার পাশে আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির এর সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটরযানের সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয় বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিটির পরনে চেক লুঙ্গি, গায়ের রং-শ্যামলা এবং বয়স প্রায় ৩৮ বছর বলে পুলিশ জানায়।