কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। এ দিনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। উপজেলার আলোচিত এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বারবার নির্বাচি চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিতে তিনি ঢাকায় অবস্থান করাকালিন নিখোঁজ হন। এবং বুড়িগঙ্গা তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আগামি ২৫ জুলাই চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সরোয়ার, ব্যবসায়ী হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সুপার আবদুল হালিম। আগামি ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহার, ১০ জুলাই প্রতিক বরাদ্দ ও ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে