যশোরের কেশবপুরের মীর্জানগর বাওড়টি সরকারের খাস খতিয়ান ভুক্ত হলেও একটি প্রভাবশালী মহল ব্যক্তি মালিকানা দাবি করে একের পর এক অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারিভাবে প্রতিবছর বাওড়টি ৩ বছর মেয়াদে লীজ প্রদান করে রাজস্ব আয় করে থাকে। যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মীর্জা নগর গ্রামে বাসিন্দারা প্রধান মন্ত্রী বরাবর লিখিত অভিযোগে জানান,মর্জিানগর ১১ নং মৌজাভুক্ত সরকার কর্র্তক অধিগ্রহণকৃত ও সাইরাত কেলেন্ডারভুক্ত ১৭ একর ৫২ শতক আয়তনের বাওড়টি যার সি এস খতিয়ান ১৯,২০,২১(জলাশয়) এস এস খতিয়ান -১,আর এস খতিয়ান -১। বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ। বাওড়টির ডিস ্টসে রেকর্ডিয় মালিক ভারত সম্রাটের অধীনস্থ জমিদারি আলমপুর দখলদার জমিদার তারকেশ্বর পাল চৌধূরী রানাঘাট, নদীয়া ভারত জমিদারের খাসখতিয়ান বলে জনগণের ব্যবহার্যবলে লিপিবদ্ধ রয়েছে। ১৯৪৭ সালে বাংলা বিভক্তির পর জমির মালিক জমিদার থাকেন অপর বাংলায় আর মির্জানগর বাওড়টি থাকে এপার বাংলায়। ১৯৫৪ সালে পাক সরকার কর্র্তৃক জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের আওতায় তৎকালীণ পুর্ব পাকিস্থান সরকার বাওড়টি অধিগ্রহণ করেন। সে সময় তিনটি নিস এ রোল তৈরী করে ২৭৯ নং সি এ রোল, ৩ নং সি এ রোল ও ৬/৩ নং সি এ লোল প্রস্তুতির মাধ্যমে ৬২০.০৯৯ পয়সা ক্ষতিপুরণ ধার্য করে। তৎকালিণ সময়ে নড়াইলের ব্রাম্মণডাঙ্গা গ্রামের অনাথ রায়েরপ্রুত্র জমিদার আশুতোষ রায় এর নামে বরাদ্দ দেয়া হয়। সে থেকে বাওড়টিতে মাছ চাষ, কৃষি সেচ কাজে পানি, পাট পচানোর কাজ করে আসছেন। এস এ রেকর্ড প্রণয়ণকালে প্রথম পুর্ব পাকিস্থান প্রদেশের ডেপুটি কমিশনার যশোরের নামে লিপিবদ্ধ থাকে। এরপর এলাকার একশ্রেনীর প্রভাবশালী মহল সেটেলমেন্ট কর্মকতৃাদের সাথে যোগসাজসে ব্যক্তি মালিকানায় বাওড়টি রেকর্ড করিয়ে নেয়। যা নিয়ে সরকার পক্ষ সেটেলমেন্ট চার্জ অফিসারের আদালতে মামলা রুজু করে যার নম্বর ১০৬ গত ১৩ মার্চ ১৯৬৪ সালে। এরপর ধার্য ৩০ মার্চ ১৯৬৫ সালে রেকর্ডিয় মালিক আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করেন যে, এ সম্পত্তি তার নামে ভুল বশতঃ রেকর্ড হয়েছে। এবং তনি জমির দাবি ত্যাগ করেন। এরপর থেকে একেক সময়ে এককজন ব্যক্তি সরকারি এ জলমহলটিকে কৃক্ষিগত করার জন্য সরকারকে বিবাদী বানিয়ে মামলা করে চলেছেন। ১৯৯৩ সালে বাওড়টি দখল করে নেয়ার ষড়যন্ত্র হলে স্থানীয় জণগণ তৎকালীণ ভুমি মন্ত্রী বরাবর রক্ষার আবেদন করলে মন্ত্রণালয়ের স্মারক নং -৩২০১/এস এ তারিখ ১১/১২/১৯৯৩ ইং তারিখে যশোর জেলা প্রশাসককে তদন্তপুর্ব প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা প্রদান করেন। পত্র প্রাপ্তির পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তৎকালীণ কেশবপুর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) রোকন উদ দৌলাকে তদন্তেও নির্দেশসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। সহকারি কমিশার (ভূমি ) রোকন উদ দৌলা স্মারক পত্র নং কেশব/২৭৫ তারিখ ১৯/০৫/১৯৯৪ তারিখে জেলা প্রশাসক মহোদয় বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন পেয়ে জেলা প্রশাসক যশোরের সেটেলমেন্ট কর্মকর্তা বরাবর স্মারক পত্র নং ৬/৪০,তারিখ ০৩/০১/১৯৯৫ ইং তারিখে বাওড়ের ১৭ একর ৫২ শতক জমি সরকারের খাস খতিয়ানে রেকর্ড করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সে মোতাবেক ১৯৯৫ সালে পুর্ব বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ৩১ ধারা মোতাবেক ৫৬৫২০/০২,৫৯১৮০/০৩,৫৯১৮১/০৩,ও ৫৯১৮২/০৩ নং ৪টি মামলা রুজু করেন। মামলায় বিস্তারিত শোনানী অন্তে যশোর জেলা প্রশাসকের নামে মির্জানগর মৌজার ১ নং খতিয়ানে হাওড় হিসেবে রেকর্ড হয়। আবদুর রশিদ ও শাহিদা খাতুনের নামীয় নাম পত্তন ১৫০ ধারা মামলা নিয়ে নামপত্তন বাতিল করেন। বাতিল করার পর কেশবপুর সহকারি জজ আদালতে দাবিদারদেও পক্ণ থেকে ৩৭৯৬ নং একটি মামলা রুজু করে। এ মামলাটিও সরকারের পক্ষে যায়। এ ভাবে একর পর পর সরকার পক্ষ মামলায় পক্ষে রায় পাওয়ার পর বাওড়টি সয়রাত ক্যারেন্ডার ভুক্ত হওয়ার পর গত ০৩/০৩/২০১০ ইং তারিখে বাওড়ের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করলে সর্বোচ্চ দরদাতা হিসেবে টেন্ডারের মাদ্যমে জাহানপুর মৎস্যজিবী সমবায় সমিতি লিমিটেড ইজারা প্রাপ্ত হয। এভাবে একর পর এক বিভিন্ন আদালতে বাওড়টি ব্যক্তি মালিকানা দাবি করে মামলা চলে আসছে। এলাকাবাসী অভিযোগ করেন যে, সরকারের এ বিশাল সম্পত্তি হাতছাড়া করাতে প্রভাবশালী একটি মহল বিভিন্ন ভাবে দেন দরবার করে চলেছেন। গত ২০১৮ ইং তারিখে সরকারি ভাবে বাওড়টি বেগমপুর মৎস্যজিবী সমবায় সমিতি বরাবর তিন বছর মেয়াদে লীজ প্রদান করে। ভুক্তভোগি এলাকাবাসী প্রধানমন্ত্রী বরাবর বাওড়টি রক্ষায় হস্তক্ষেপের আবেদন করেছেন।