রাজশাহীর মোহনপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে বিবাহিত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজছাত্রী বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার চুনিয়াপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে বসন্তকেদার ডিগ্রি কলেজর দ্বাদশ শ্রেণীর ছাত্রী (১৮) কে বিদিরপুর পূর্ব পাড়া গ্রামের বকুল হোসেনের বিবাহিত ছেলে রাজিব হোসেন (২৫) কলেজে যাওয়া-আসার সময় রাস্তা-ঘাটে ও মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। কলেজছাত্রী প্রতিবাদ করলে রাজিব হোসেন ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোনে বিভিন্ন ধরণের ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠায়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় কলেজে যাওয়ার সময় বিদিরপুর মোড়ে রাজিব হোসেন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। কলেজছাত্রী প্রতিবাদ করলে হাত ধরে তাকে টানাটানি শুরু করে উত্ত্যক্তকারি রাজিব হোসেন। কলেজছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে উত্ত্যক্তকারি রাজিব হোসেকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।