মঙ্গলবার বেলা ১২টায় বগুড়ার সান্তাহার সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে এসে শহীদ মিনার চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগের নেতা তানভী রহমান তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা রবিন, সান্তাহার পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মুন্না, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিগান, সান্তাহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন রাতুল, অনিক, রিদয়, পল্লব, মীম, ইয়াসমীন প্রমুখ।