ফেইসবুকের দপ্তরের মেইলে এলাকায় একটি প্যাকেটে বিষাক্ত নার্ভ এজেন্ট সারিন আছে এমন সন্দেহ দেখা দেয়ার পর তাদের ক্যাম্পাসের চারটি ভবন থেকে সব লোকজনকে সরিয়ে নেয় সামাজিক যোগাযোগ কোম্পানিটি।
এছাড়া বিষাক্ত ওই পদার্থটির সম্ভাব্য সংস্পর্শে কোনো ক্ষতি হয়েছে কি না নিশ্চিত হতে দুই ব্যক্তিকে পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মেলানো পার্ক শহরে ফেইসবুক ইনকর্পোরেটের দপ্তরে এ ঘটনা ঘটেছে। এ দিন স্থানীয় সময় সকাল প্রায় ১১টায় সন্দেহজনক ওই প্যাকেটির সংস্পর্শে আসেন ওই দুই ব্যক্তি।
তবে তাদের মধ্যে সারিনে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন মেলানো পার্কের দমকল কর্মকর্তা জন জনসন।
তিনি জানান, ফেইসবুকের ওই বিভাগে যত ধরনের প্যাকেজ আসে সব পরীক্ষা করে দেখা হয়, এর মধ্যে একটির ফলাফল পজেটিভ পাওয়ার পর নিয়ম অনুযায়ী যা করা উচিত তাই করেছে তারা।
“এখন এটি সত্যি কি না তা যাচাই করার জন্য অপেক্ষা করছি আমরা,” বলেছেন তিনি।
ফেইসবুকের মুখপাত্র অ্যান্থনি হ্যারিসন জানিয়েছেন, বিষাক্ত কিছু আছে কি না তা পরীক্ষা করতে গিয়ে পজেটিভ ফলাফল পাওয়ার পর কোম্পানি চারটি ভবন থেকে সবাইকে সরিয়ে নিয়েছে এবং তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে।
“যে পদার্থটি পাওয়া গেছে কর্তৃপক্ষ তা এখনও শনাক্ত করেনি। এখন পর্যন্ত খালি করা ভবনগুলোর তিনটিতে লোকজনকে পুনঃপ্রবেশের অনুমতি দেওয়া হয়েছে,” বলেছেন তিনি।
এফবিআইয়ের সান ফ্রান্সিসকো দপ্তরের গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়েছেন বলে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন।
সারিন একটি অতি বিষাক্ত পদার্থ। এটি প্রাণীর স্নায়ু ব্যবস্থাকে আক্রান্ত করে অকেজো করে দেয়। রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত এ পদার্থটির সংস্পর্শ প্রাণঘাতী হতে পারে।