বরিশালের উজিরপুরের বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের স্কুল সংলগ্ন বামরাইল বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার সর্বস্তরের জনতা। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী, ছাত্রনেতা শাকিল মাহামুদ আউয়াল খাঁন, নিহত নয়নের পিতা সোবাহান হাওলাদারসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ সময় বক্তারা অতিদ্রুত নয়ন হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।
নিহত নয়নের পিতা সোবাহান হাওলাদার বলেন, একমাত্র পুত্রের হত্যাকান্ডে জড়িত গ্রেফতারকৃত আশিক, মমিন ও আমিন নামের তিনজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হলেও বাবুগঞ্জ সার্কেলের এএসপি রহস্যজনক কারণে অজ্ঞাতনামা আসামি করে তাকে দিয়ে মামলা দায়ের করান। এরপর গত ঈদের সময় হত্যা মামলার আসামীর স্বজনরা তাকে অপহরণ করে পা ভেঙ্গে দেয়। বর্তমানে সেই মামলায় আসামিরা জামিনে থাকলেও নয়ন হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদেরকে ধরছেনা বাবুগঞ্জ থানা পুলিশ। একমাত্র ছেলে হত্যার বিচারের দাবীতে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য স্কুল ছাত্র নয়নকে অপহরনের পর ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে না পেয়ে দশম শ্রেণির ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর গত ২৮ এপ্রিল সকালে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা থেকে নয়নের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই বাবুগঞ্জ থানায় মামলা করেন নিহতের পিতা সোবাহান হাওলাদার।
পরবর্তীতে পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আশিক হাওলাদার (২২) নামে এক কিশোরকে আটক করে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করলেও হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি। অপরদিকে গত ঈদের সময় নয়ন হত্যা মামলার বাদী সোবাহান হাওলাদারকে অপহরণের পর পিটিয়ে পা ভেঙ্গে বাড়ির সামনে ফেলে যায় নয়ন হত্যায় জড়িত সন্ত্রাসীরা। এনিয়ে উজিরপুর মডেল থানায় মামলা করা হলে মামলার আসামিরা জামিনে রয়েছে।